04
December
9:30 am — 2:00 pm
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রধান মিলনায়তন, ঢাকা
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রধান মিলনায়তন, ঢাকা, Headquarters, Ramna, Dhaka, Dhaka, Dhaka, 1000, Bangladesh
Loading Events
  • This event has passed.

খাদ্য ও পুষ্টি অধিকার জাতীয় সম্মেলন ২০১৯

২০১৫ সালে ঢাকায় অনুষ্ঠিত ‘দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলন’কে কেন্দ্র করে সংগঠিত ১০০০ এর অধিক স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক এনজিও ও নেটওয়ার্ক এবং নাগরিক সমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেটওয়ার্ক ‘খাদ্য অধিকার বাংলাদেশ’। খাদ্য অধিকার বাংলাদেশ-এর লক্ষ্য ‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টির অধিকার’ প্রতিষ্ঠা। এ লক্ষ্য অর্জনে নেটওয়ার্ক দেশব্যাপি ‘খাদ্য ও পুষ্টি অধিকার আইন’-এর দাবিতে পলিসি এডভোকেসি ও ক্যাম্পেইন কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিষয় হিসেবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি, নিরাপদ খাদ্য, পানি, ভূমি, খাদ্যাভাস, খাদ্য সংকট ইস্যুতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতায় দেশব্যাপি নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের সদস্য সংগঠন, বিভিন্ন ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সংগঠন, নাগরিক সমাজ, গণমাধ্যম, নারী, কৃষক, ছাত্র-যুব প্রতিনিধিদের অংশগ্রহণে আগামী ৪ ডিসেম্বর, বুধবার, সকাল ৯.৩০ মি. ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রধান মিলনায়তন, ঢাকায় ‘খাদ্য ও পুষ্টি অধিকার জাতীয় সম্মেলন ২০১৯’ অনুষ্ঠিত হবে। জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি।

Details

Date:
December 4, 2019
Time:
9:30 am - 2:00 pm
Event Category:
Organizers:
Right to Food Bangladesh, ICCO COOPERATION, Actionaid, CARE, NETZ Bangladesh